ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

গ্রীষ্ম বর্ষায় ইনফিনিটি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৩, মে ২৮, ২০১৩
গ্রীষ্ম বর্ষায় ইনফিনিটি

গ্রীষ্মের রৌদ্রতপ্ত দিনকে বিদায় জানায় বর্ষা। স্নিগ্ধ করে তোলে চারপাশ।

প্রকৃতির সাথে-সাথে মানুষের মনেও আসে স্নিগ্ধ প্রশান্তি।

এমন দিনে পোশাকেও থাকা চাই স্নিগ্ধ আমেজ। রঙ হওয়া চাই প্রকৃতির আবহে রাঙানো। তাই এই বর্ষায় ফ্যাশান হাউস ইনফিনিটি নিয়ে এসেছে নতুন বর্ষাকালীন কালেকশন। ইনফিনিটির এবারের কালেকশন গড়ে উঠেছে ঋতু-বৈচিত্র্যের সাথে পোশাকের স্বাচ্ছন্দ আর ক্রেতার রুচিকে বিবেচনা করে।

ইনফিনিটি মেগাশপের অন্যতম পরিচালক মুনিরুল হক খান বাংলানিউজকে বলেন, যেহেতু এখন বর্ষাকাল তাই আমরা কাপড়ের ক্ষেত্রে পাতলা লিলেন, পাওয়ার লুম ও ভয়েল কাপড় ব্যবহার করেছি। কালারের মধ্যে হালকা ও গাঢ়র কম্বিনেশন রাখা হয়েছে। কাপড়ের রং হালকা হলেও প্রিন্টের ক্ষেত্রে উজ্জ্বল রঙ ব্যবহার করা হয়েছে।

লেখা ও মতামতের জন্য লাইফস্টাইল ডেস্ক মেইল: lifestyle.bn24@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।