ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

গৌতম ঘোষের আগামী ছবি ‘লালা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, ডিসেম্বর ২৩, ২০১০

খ্যতিমান চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ নতুন ছবির ঘোষনা দিয়েছেন। ফকির লালন সাঁইয়ের জীবন-দর্শন নিয়ে নির্মিত ‘মনের মানুষ’-এর সাফল্যের পর শিগগিরই তিনি ‘লালা’ নামের একটি ছবি নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছেন।

একটি ছিন্নমূল শিশুর গল্প নিয়ে ছবিটি হিন্দি ও ইংরেজি ভাষায় নির্মিত হবে।

গত ২১ ডিসেম্বর মঙ্গলবার কলকাতায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রি (সিআইআই) আয়োজিত ‘মনের মানুষ’ ছবির কলাকুশলীদের সংবর্ধ্বনা অনুষ্ঠানে গৌতম ঘোষ তার নতুন ছবির ঘোষণা দেন। তিনি বলেন, এক ছিন্নমূল শিশুর নাম লালা। যে তার অসাধারণ মানসিক শক্তি দিয়ে অসাধ্যকে জয় করে। ছবিটি হিন্দি ও ইংরেজি ভার্সনে তৈরি হবে। ‘লালা’ ছবিটি নির্মাণের প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে।

‘মনের মানুষ’ ছবিটি গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পাওয়ায় গৌতম ঘোষ ও ছবির কলাকুশলীদের সিআইআই এই সংবর্ধ্বনা প্রদান করে।

বাংলাদেশ স্থানীয় সময় ২২১০, ডিসেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।