ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

আরটিভিতে লাক্স শোপার্স গাইড

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, আগস্ট ১৪, ২০১১

আসছে ঈদ, শত ব্যস্ততার মাঝেও কেনাকাটা করতেই হবে।   ঈদকে সামনে রেখে একজন ক্রেতা কোথায় যাবেন, কি কিনবেন, কেনো কিনবেন-এসব নিয়েই মডেল ও অভিনেত্রী উর্মির উপস্থাপনায় আরটিভি’র বিশেষ আয়োজন ‘লাক্স শোপার্স গাইড’।



‘লাক্স শোপার্স গাইড’ অনুষ্ঠানটির বিভিন্ন সেগমেন্টে সাজানো পর্বগুলো হচ্ছে উইন্ডো শপিং, পিক অব দ্য ডে এবং সেলিব টক। উইন্ডো পর্বে থাকবে- বিপনী বিতানের অবস্থান, কি পাওয়া যায়, মূল্য তালিকাসহ বিভিন্ন তথ্যাদি। সারাদিনে বিভিন্ন বুটিক কিংবা ফ্যাশন হাউজের উল্লেখযোগ্য তিনটি পোশাক নিয়ে বিশেষ পর্ব পিক অব দ্য ডে। ঈদের ফ্যাশন, কেনাকাটা, পছন্দÑঅপছন্দ এবং ঈদ বিষয়ক যাবতীয় বিষয়াদি নিয়ে সেলিব্রেটিদের অংশগ্রহনে রয়েছে সেলিব টক।

কমল সরকারের প্রযোজনায় লাক্স শোপার্স গাইড প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে।

বাংলাদেশ সময় ২০৫০, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।