ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ধরা খেলেন নিরব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জুন ৩০, ২০১০
ধরা খেলেন নিরব!

মডেল ও অভিনেতা নিরবকে মিডিয়ায় অনেকে আড়ালে-আবডালে ‘লাভার বয়’ বলে ডাকে। নিরবের এই খেতাব পাওয়ার সঙ্গত কারণও নাকি আছে।

হাওয়া থেকে পাওয়া সূত্রে জানা যায়, তার নাকি খুব সহজে প্রেমে পড়ার রোগ। এরকম উদাহরণ আছে অন্তত ডজনখানেক। তবে নিরব দীর্ঘমেয়াদি প্রেমের সম্পর্ক বজায় রেখেছেন একজনের সঙ্গেই। তিনি হলেন মডেল ও অভিনেত্রী নোভা। দিন কয় আগে বাংলালিংক খ্যাত এক মডেলকে প্রেম নিবেদন করার সময় নিরব নোভার কাছে হাতেনাতে ধরা পড়লেন। মডেলিংয়ে সাম্প্রতিক সময়ের ক্রেজ শারিকাকে নিরব বেশ কিছুদিন ধরে রোমান্টিক রোমান্টিক কথা বলে প্রেমে পড়ার ইঙ্গিত দিচ্ছিলেন। এড়াতে চেয়েও শারিকা এড়াতে পারছিলেন না। শেষে একটা ফন্দি আঁটেন। সোজা গিয়ে হাজির হলেন নোভার কাছে। নোভার সামনেই লাউড স্পিকার অন করে শারিকা ফোন দিলেন নিরবকে। ...হ্যালো নিরব ভাইয়া আপনি যেন কী বলবেন বলেছিলেন? নিরব তো এই অপেক্ষাতেই ছিলেন। আবেগে গদ গদ হয়ে গেল নিরবের কণ্ঠ। মন উজাড় করে শারিকাকে হৃদয়ের কথা বলা শুরু করলেন। ওদিকে লাউড স্পিকারে নোভা তো শুনছেন সব! একপর্যায়ে আর সহ্য করতে পারলেন না বেচারি। শারিকার হাত থেকে মোবাইল নিয়ে বললেন, নিরব আমি কিন্তু সব শুনছি!!!

বাংলাদেশ স্থানীয় সময় ১০৩০, ১ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।