ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ক্লিনিক থেকে বাসায় ফিরেছেন সুচিত্রা সেন

কলকাতা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, জুলাই ২, ২০১০

কলকাতা: ক্লিনিক থেকে বাসায় ফিরেছেন সুচিত্রা সেন। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি কলকাতার বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।

তবে পুরোপুরি সুস্থ্য না হওয়ায় বাসাতেই তার চিকিৎসা চলবে।  

বেলভিউ সূত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় সুচিত্রাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তাকে নিতে এসেছিলেন মেয়ে মুনমুন সেন। চিকিৎসকরা আপাতত তার বাসায় গিয়ে চিকিৎসা দেবেন।

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ নিয়ে দুই সপ্তাহ আগে ক্লিনিকে ভর্তি হয়েছিলেন সুচিত্রা সেন।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘন্টা, জুলাই ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।