ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

নক্ষত্র যুগল নিয়ে শারমীন লাকী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৯, আগস্ট ২৯, ২০১০

এই ঈদে জনপ্রিয় উপস্থাপিকা শারমীন লাকী ‘নক্ষত্র যুগল’ নিয়ে আসছেন এনটিভিতে। ঈদ উপলক্ষে এনটিভির বিশেষ সেলিব্রিটি শো ‘নক্ষত্র যুগল’।

অনুষ্ঠানটির হটসিটে থাকছেন বাংলাদেশের চলচ্চিত্রের এই সময়ের তুমুল জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।

শারমীন লাকী জানিয়েছেন, অনুষ্ঠানে শাকিব খান আর অপু বিশ্বাস খোলামেলা ভাবে অনেক কথা বলেছেন। তারা বলেছেন, চলচ্চিত্রে এই পর্যায়ে উঠে আসার গল্প। আরো বলেছেন, কীভাবে গড়ে উঠেছে এই জুটি। তাদের দুজনকে নিয়ে নানা গুঞ্জন সম্পর্কেও শারমীন লাকীর বিভিন্ন প্রশ্নের উত্তর তারা দিয়েছেন। অনুষ্ঠানে শাকিব আর অপুর পারিবরিক জীবনের নানা প্রসঙ্গ।

এবারের ঈদে আরো দুটি অনুষ্ঠানে থাকছেন শারমীন লাকী। সিদ্দিকা কবিরের সঙ্গে এনটিভির ঈদের বিশেষ রান্নার অনুষ্ঠানে দেখা যাবে তাকে। এছাড়াও বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার আমি’-এর ঈদ স্পেশাল পর্বে অতিথি হয়ে ক্যামেরার সামনে বসবেন শারমীন লাকী।

এফএম স্টেশন রেডিও ফুর্তিতে ঈদ উপলক্ষে সেলিব্রিটি শো ‘শারমীন লাকী স্পেশাল’ নামের একটি অনুষ্ঠানও তিনি উপস্থাপনা করেছেন।

বাংলাদেশ স্থানীয় সময় :  ১৪৪০, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।