ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

গানে গানে গল্পে তপন চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, অক্টোবর ১২, ২০১০

দীর্ঘদিন ধরে কানাডাপ্রবাসী খ্যাতিমান কণ্ঠশিল্পী তপন চৌধুরী বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন। দেশে তিনি আছেন আর অল্প কয়েক দিন।

এটিএন বাংলার আমন্ত্রণে ‘গানে গানে গল্প’ অনুষ্ঠানের এবারের অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় এই শিল্পী। আগামী ১৫ অক্টোবর শুক্রবার রাত ৮টায় এটিএনবাংলায় অনুষ্ঠানটি প্রচার করা হবে।

‘গানে গানে গল্প’ অনুষ্ঠানে তপন চৌধুরী শোনাবেন তার শিল্পী হয়ে উঠার গল্প, প্রবাস জীবনের দিনলিপি আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আড্ডার ফাঁকে ফাঁকে শিল্পী তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। শিল্পীর সংপ্তি পরিচিতি এবং সঙ্গীত জীবনের নানা পর্যায় নিয়ে আলোচনা থাকবে এখানে। শিল্পী সম্পর্কে বলবেন তাঁর ঘনিষ্ঠজন, সুরকার এবং গীতিকাররা। আড্ডার ফাঁকে ফাঁকে জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন শিল্পী।

রুমানা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।