ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

জুয়েল মোর্শেদের ‘একলা প্রথম’

তোফাজ্জল লিটন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, নভেম্বর ১২, ২০১০





জুয়েল মোর্শেদ ওরফে জ্যু এর প্রথম একক অ্যালবাম ‘একলা প্রথম’ এর মোড়ক  উন্মোচিত হলো ১১ নভেম্বর রাত ৮টায় পল্টনের হোটেল ইম্পেরিয়ালে। এটি প্রকাশ করেছে অগ্নিবীণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়া, গীতিকার শাহান কবন্ধ, গায়িকা কনা, অভিনেত্রী শারমীন শিলা, লাভলি ও ব্ল্যাক ব্যান্ডের জাহান।

শব্দ প্রকৌশলী জুয়েল কাজের ফাঁকে ফাঁকে নিজেই গান লেখেন এবং তাতে সুরারোপ করেন। তার লেখা গান ও সুরে কণ্ঠ দিয়েছেন এই সময়ের অনেক তরুণ শিল্পী। তাছাড়া নিজেও সাহস করে গেয়েছেন বেশ কটি গান।

একসময় জুয়েলের মনে হল যে কাজ নিজে পারেন তা অন্যকে দিয়ে করানো মানে কি! আর সেই উপলব্ধি থেকেই আসণœ ঈদকে সামনে রেখে প্রকাশ করলেন একক অ্যালবাম ‘একলা প্রথম’। এর আগে মিশ্র অ্যালবামে গান করেছেন, তবে এবারই প্রথম প্রকাশ পেল তার একক অ্যালবাম।

অ্যালবামে ৯টি গান গাওয়া ছাড়াও তিনটি গানের কথা লিখেছেন জুয়েল।   ৬টি গানের কথা লিখেছেন শাহান কবন্ধ, ফয়সাল, বিবেক, মিলন মাহমুদ, আবদার ও সাকি আহমেদ। এছাড়া মিফতা জামান, বিবেক, অদিত একটি করে গানের সুর করেছেন, বাকি গানগুলোর সুর দিয়েছেন জুয়েল নিজে। অ্যালবামটিতে অতিথি শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন কনা, এলিটা, দোলা ও শশী।

২০০৯ সালে ‘সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে’ সেরা শব্দ প্রকৌশলী হিসেবে পুরস্কার পাওয়া এই শিল্পী’র এ পর্যন্ত চারটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। এছাড়া তার তত্ত্বাবধানে অগ্নিবীণা’র ব্যানারে প্রকাশিত হয়েছে ‘বন্ধুতা‘ ও ‘পূর্ণতা’ নামের দুটি মিশ্র অ্যালবাম। ‘পূর্ণতা’ অ্যালবাম দিয়েই জুয়েলের কণ্ঠ শিল্পী হিসেবে আত্মপ্রকাশ।

‘একলা প্রথম’ অ্যালবামটির সবগুলো গানই রক, মেলো রক ও সফট রক ধাঁচের।

বাংলাদেশের স্থানীয় সময় ১৬৩০, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।