ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

ক্যাটরিনা-প্রিয়াঙ্কার ঘরে আয়করের লোক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৮, জানুয়ারি ২৫, ২০১১

বলিউডের ব্যস্ত দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার ঘরে ঢুকেছে আয়কর আদায়কারীর দল। আয়কর ফাঁকির অভিযোগ নিয়ে সাত সকালে এই দুই অভিনেত্রীর অফিসেও গিয়েছিলেন তারা।



শুধু তাই নয়, আয়কর আদায়কারীর দল অভিনেত্রীদের সেক্রেটারিদের আস্তানাগুলোতেও ঢুঁ মেরেছিলেন। খবর ছেড়েছে আইএএনএস।

বিগত বছরগুলোতে ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা কবে, কী পরিমাণ অর্থ আয়কর হিসেবে দিয়েছিলেন সেসব তথ্যও সংগ্রহ করেছেন তারা।

আয়কর আদায়কারীর দলের এই অভিযানের খবর বলিউডের বাইরেও বেশ উত্তাপ ছড়িয়েছে। কেননা, এখন ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা উভয়েই বেশ দামি তারকা।

বাংলাদেশ সময় ০০১০, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।