ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

৪ বছরে দেশীদশ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৯, সেপ্টেম্বর ৩০, ২০১২
৪ বছরে দেশীদশ

৪ বছর আগে দেশের শীর্ষস্থানীয় ১০টি ফ্যাশন হাউজ নিয়ে যাত্রা শুরু করেছিল দেশীদশ। ২৯ সেপ্টেম্বর দেশীদশের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ওইদিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির লেভেল-৭ এ দেশীদশ চত্বরে আয়োজন করা হয় এক ‘‘মিলন মেলার’’।

 মেলায় নানা আয়োজনের মধ্যে ছিল পুতুল নাচ, যাদু প্রদর্শনী, চলন্ত ট্রেন, সংগীতানুষ্ঠান ও হাওয়াই মিঠাইয়ের ব্যবস্থা।

ফ্যাশনপ্রেমী, সাধারণ ক্রেতা, মিডিয়া ব্যক্তিত্ব ও সংবাদকর্মীদের সরব উপস্থিতিতে জমে ওঠে এ মেলা।  

সন্ধ্যায় কেক কেটে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট লালন গীতি শিল্পী ফরিদা পারভীন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন দেশীদশের ১০ কর্ণধার ও পান-সুপারির কর্ণধার কণা রেজা।  

অনুষ্ঠানে ফরিদা পারভীন সবাইকে দেশি কাপড় পরার ও দেশীদশের কাপড় পরার আহ্বান জানান।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেলুলয়েডের পর্দায় ভেসে ওঠে দেশীদশের জন্য দেশের বিশিষ্টজনদের শুভ কামনা। এসময় সংগীত পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পীরা। সব শেষে জমকালো ফ্যাশন শোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

উল্লেখ্য, অঞ্জনস, নিপুণ, প্রবর্তনা, সাদা কালো, নগরদোলা, কে ক্রাফট, বাংলার মেলা, বিবিয়ানা, রঙ ও দেশাল এ ১০টি ফ্যাশন হাউজ নিয়ে গড়ে উঠেছে দেশীদশ। দেশীদশ শুরু থেকেই ফ্যাশনে দেশীয় ধারার ধারক ও বাহক হিসেবে কাজ করে যাচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।