ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

শীত ফ্যাশনে জ্যাকেট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, নভেম্বর ২৫, ২০১২
শীত ফ্যাশনে জ্যাকেট

ফ্যাশনেবল ছেলেদের শীতের পোশাক জ্যাকেট। জনপ্রিয় এই জ্যাকেট ফ্লিস কাপড়ের নানা রঙের জ্যাকেট পরছে তরুণেরা।

কালো, গাঢ় মেরুনের পাশাপাশি কালো-হলুদের মিশ্রণ, বেগুনি, হলদে সবুজাভ রঙের চামড়ার জ্যাকেট চলছে বেশি। হাইনেক ও হুডি জ্যাকেটে নজর কাড়তে বাড়তি পকেট যুক্ত করা হয়েছে।

দুই স্তরবিশিষ্ট চামড়ার জ্যাকেটও পরছেন অনেকে। ছেলেদের শীতের পোশাকে চামড়ার জ্যাকেটের চাহিদা বেশি। এর বাইরে প্যারাসুট কাপড়ের জ্যাকেটও পাওয়া যাচ্ছে ইনফিনিটির সবগুলো আউটলেটে।

এবার শীতে বিশেষ করে স্টুডেন্টদের কথা মাথায় জ্যাকেটের দাম সবার হাতের নাগালে রাখা হয়েছে বলে জানালেন ইনফিনিটির পরিচালক ও প্রধান ডিজাইনার নাঈমুল হক খান।

ইনফিনিটির শীতের এসব পোশাকের দাম শুরু মাত্র ৮৫০ টাকা থেকে। বিস্তারিত জানতে ০১৬৭৮৬১৪৭৬০।

মডেল: সানজু
ছবি: নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।