ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

নারী দিবসে নগরদোলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, মার্চ ২, ২০১৩
নারী দিবসে নগরদোলা

ফ্যাশন হাউস নগরদোলা ৮ই মার্চ বিশ্ব নারী দিবস কে সামনে রেখে “Show your hands, show your heart”  এই ক্যাপশনে  নিয়ে এসেছে কিছু চমৎকার সিঙ্গেল কামিজ এবং শাড়ি।

গোলাপী, লাল, ম্যাজেন্টা,  ফিরোজা ইত্যাদি রং এর পোশাকে সংযোজন করা হয়েছে ময়ূর থিম।

স্ক্রিনপ্রিন্ট, এপ্লিক এবং এম্ব্রয়ডারি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে রঙ-বেরঙ এর খেলা। পোশাক গুলো নারীদেরকে আরও আধুনিক এবং মার্জিতভাবে উপস্থাপন করবে বলে জানান নগরদোলা কর্তৃপক্ষ।

গরম আবহাওয়ার কথা মাথায় রেখে শাড়ি এবং সিঙ্গেল কামিজ এ ব্যবহার করা হয়েছে সূতি কাপড়। পোশাকের দাম রাখা হয়েছে একেবারে নাগালের মধ্যে। পাওয়া যাবে নগরদোলার লন্ডন শোরুমসহ দেশের ৬টি আউটলেটে। এছাড়া নগরদোলা দেশের ফ্যাশন হাউজের ইতিহাসের প্রথমবারের মত দিচ্ছে মানি ব্যাক গ্রান্টেড অফার, পোশাক নেওয়ার পর ছিড়ে অথবা রং উঠে গেলে নগরদোলা মূল্য ফেরত দিতে বাধ্য থাকবে। যোগাযোগ: ০১৭৫৭১১১৭৭৭

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।