ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

মেহেদির রং-এ উৎসব শুরু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, আগস্ট ৭, ২০১৩
মেহেদির রং-এ উৎসব শুরু

সেই বহুকাল থেকে আমাদের দেশের যে কোনো আনন্দ উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে মেহেদির রং। আর ঈদে তো মেহেদি না হলে চলেই না।

বাড়ির ছোট বড় সবাই ভিড় করতে থাকে তার কাছে, যে ভালো মেহেদির নকশা করে দিতে পারে।

মেহেদি হাতে দেওয়া মানেই উৎসব শুরু। ঈদ চলে এলো, এবার পোশাক হলো, পার্লারের কাজও শেষ। সব কেনাকাটা এরই মধ্যে হয়ে গেছে। এই ঈদে আমাদের সুন্দর হাত দুটি কি খালিই থাকবে? একদমই না। ঈদের আনন্দ রাঙ্গিয়ে তুলতে মেহেদি চাই ই চাই।

এখন বাজারে অনেক ধরনের, লাল, কালো এমন কি কমলা, নীল রং-এও মেহেদি পাওয়া যায়। পোশাকের রং মিলিয়ে, পছন্দের ব্র্যান্ডের মেহেদি ঈদের আগের দিন লাগিয়ে নিন। ইচ্ছা মতো ডিজাইন করুন।

অনেকে মেহেদি দিতে পার্লারে যেয়ে থাকেন। এক্ষেত্রে খরচ হবে প্রতিহাত ২০০ থেকে ২৫০ টাকা।

তবে ইচ্ছে করলে ঘরেও একে নিতে পারেন সুন্দর ডিজাইন। মেহেদির প্যাকেটের মধ্যেই অনেকগুলো নকশা দেওয়া থাকে। এগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে হাত রাঙ্গিয়ে নিন মেহেদির রং-এ।

মেহেদি দেওয়ার পর সাবান পানির কাজ যতোটা সম্ভব এড়িয়ে চলুন। এতে মেহেদি রঙ অনেকদিন স্থায়ী হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।