ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

স্টাইল সেল বৈশাখ ফ্যাশন শো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, এপ্রিল ১০, ২০১৪
স্টাইল সেল বৈশাখ ফ্যাশন শো “স্টাইল সেল”কালেকশন

বাঙালির প্রাণের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে অভিজাত ফ্যাশন হাউজ “স্টাইল সেল” নিয়ে এসেছে বিশেষ কালেকশন। তাদের বিশাল কালেকশন নিয়ে নিজস্ব আউটলেটে পহেলা বৈশাখ উপলক্ষে ৯ এপ্রিল দুইদিন ব্যাপী ফ্যাশন শো’র আয়জন করে ।



এই শো-তে বৈশাখের চিরাচরিত পোশাক এবং এক্সক্লুসিভ পার্টি ওয়ার প্রদর্শিত হয়। দেশের বিশিষ্ট মডেলরা শো তে অংশ নেয়।  

এই বৈশাখী আয়োজনের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি, কুর্তা, ফতুয়া, শাড়ি, লেহেঙ্গা, ব্যাগ, ফুটওয়্যার ও জুয়েলারি।  

সিল্ক, সাটিন,কটন আর লিনেনই এই কালেকশন গুলোর মূল উপাদান। কালেকশনগুলো মূলত আমাদের ট্রেডিশনাল লুকের সাথে মডার্ন ফ্যাশনের মিশেল দেয়া হয়েছে।
ঠিকানা- স্টাইল সেল-এলিট ক্লাব অব ফ্যাশন লাভার্স, সাউথ এভিনিউ, হাউজ নং ২, রোড নং ৯, গুলশান ১, ঢাকা।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।