ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

সামারে নগরদোলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৩, মে ১৩, ২০১৪
সামারে নগরদোলা

মে মাসের এই তপ্ত গরমে স্নিগ্ধ পরশ দিতে নগরদোলা নিয়ে এলো নানা রঙের চমৎকার কিছু ডিজাইনের সেমি লং কূর্তী।

গরমে আরামের জন্য প্রতিটি কূর্তীকে স্লিভলেস করা হয়েছে এবং সাথে দেওয়া হয়েছে আলাদা থ্রিকোয়ার্টার হাতা।

গোলাপী, ফিরোজা, হলুদ, সবুজ ইত্যাদি হালকা রং এর কাপড় ব্যবহার করা হয়েছে।

আরামের জন্য কটন কাপড়েই তৈরি হয়েছে পোশাকগুলো।   কূর্তীঁগুলোতে নতুনত্ব আনতে সামনে শার্টের মত বোতাম দেওয়া হয়েছে। কাটিং প্যাটার্নে আনা হয়েছে
নতুনত্ব। কূর্তীর মূল্য রাখা হয়েছে ক্রেতাদের হাতের নাগালের মধ্যে,  মাত্র ৭৯০ টাকা।

পাওয়া যাচ্ছে নগরদোলার বসুন্ধরা সিটি ও চট্টগ্রাম দেশীদশ শাখাতে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।