ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

জাস্ট ক্লিক আলোছায়া

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, জুলাই ২৪, ২০১৪
জাস্ট ক্লিক আলোছায়া

পরিবারের সবাইকে নিয়ে ঈদের কেনাকাটা করার প্রচলন আমাদের দেশে দীর্ঘদিন থেকে। কিন্তু  অফিসের ব্যস্ততা কিংবা অন্য কোনো জরুরি কাজের জন্য অনেক সময়েই আনন্দ নিয়ে সময় করে কেনাকাটা করা হয়ে ওঠে না।



রোজা রেখে সারাদিনের ক্লান্তি কিংবা রাস্তার জ্যাম, ধুলাবালির সাথে অনেক সময়েই পেরে উঠি না আমরা।

এসব ঝামেলাকে দূরে রেখে কেনাকাটাকে সহজ করতে আমাদের দেশে চালু রয়েছে অনেক অনলাইন শপ। আপনার কেনাকাটাকে একটু সহজ করতে “ইজ ইউর শপিং, জাস্ট ক্লিক...” স্লোগান নিয়ে সম্প্রতি যাত্রা শুরু করেছে alosaya.com নামের নতুন একটি অনলাইন শপ।

ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট এবং মেয়েদের  সালোয়ার কামিজ, ফতুয়া আন্ডার গার্মেন্টস কেনা যাবে এই ওয়েব সাইট থেকে।

প্রতিষ্ঠানটির একজন স্বত্বাধিকারী মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন- সময়ের সাথে তাল মিলিয়ে নাগরিক জীবনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়েই আমরা উদ্যোগটি গ্রহণ করেছি এবং আমরা বেশ ভালো সারা পাচ্ছি।  

তিনি বলেন, অর্ডারকৃত পণ্য ক্রেতার ঠিকানায় দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হয় এবং ক্রেতা পণ্য বুঝে নিয়ে নিয়ে মূল্য পরিশোধ করে থাকেন। ক্রেতা চাইলে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমেও মূল্য পরিশোধ করতে পারবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।