ঢাকা, শনিবার, ১৪ আষাঢ় ১৪৩২, ২৮ জুন ২০২৫, ০২ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

নতুন শাখায় বির্সগ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৮, এপ্রিল ১৬, ২০১৫
নতুন শাখায় বির্সগ

সম্পতি আনুষ্ঠানিক ভাবে যাএা শুরু করল বির্সগ’ র তৃতীয় শাখার আজিজ সুপার মার্কেট  শাহবাগের ৩য় তলায় ।

ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন, স্বপ্নবেলা সিকদার, সকালবেলা এবং আদ্রিতা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব  নিয়াজ মাহমুদ তারেক ও মার্কেটের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ ও বির্সগ পরিবারের  সদস্যরা।

নতুন পোশাক মানে বির্সগ। বির্সগের সত্তাধিকারী স্বপন সিকদার বলেন,  আমাদের সব পোশাকই আরামদায়ক কাপড়ের তৈরি। এখানে পাওয়া যাবে নতুন নতুন ডিজাইনের টপস, ফতুয়া,  সালোয়ার কামিজ ,শাড়ি, পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের গহনা।   যোগাযোগ : ০১৭১১৪৬৫০৫০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।