ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

সামার @জেন্টল পার্ক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, জুন ২, ২০১৫
সামার @জেন্টল পার্ক

ক্ল্যাসিক ফ্যাশন অনুসরণ করে কালারফুল ক্যাজুয়াল, ফরমাল এবং এথনিক আউটফিট এসেছে  জেন্টল পার্কের গ্রীষ্মের পোশাক লাইনে।

শার্টে ফেব্রিক হিসেবে কটনকে প্রাধান্য দেয়া হয়েছে।

ফেব্রিকে থাকছে চলতি প্রিন্টেড ট্রেন্ড। শর্ট স্লিপ বা স্লিম ফিটিংস শার্টগুলো ফ্যাশন রক্ষার সঙ্গে হবে আরামদায়কও।

শার্টের পাশাপাশি জিন্স, জুতো, ব্লেট, থ্রিকোয়ারটার প্যান্ট রয়েছে জেন্টল পার্কের ডিজাইন লাইন আপে।

ফ্যাশনেবল পোশাকগুলো পাবেন চট্টগ্রাম, বগুড়া, খুলনা, কক্সবাজার, সিলেট ও ঢাকার আউটলেটগুলোতে।

বিনীত
শাহাদাৎ বাবুৃ
চীফ ডিজাইনার, জেন্টল পার্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।