ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

লাইফস্টাইল

ব্রাইডাল ফেয়ার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০১, আগস্ট ২৮, ২০১৬
ব্রাইডাল ফেয়ার

বিয়ে শব্দটার সঙ্গেই জড়িয়ে থাকে নানা আয়োজন, বিয়ে সামনে রেখে সময় নিয়ে চলে নানা প্রস্তুতি।  

সেই প্রস্তুতির অংশ হিসেবে ডায়মন্ড ওয়ার্ল্ড আয়োজন করেছে তিন দিন ব্যাপী ব্রাইডাল ফেয়ার।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক্সক্লুসিভ গহনা ও পোশাকের কালেকশন নিয়ে জমে উঠেছে ব্রাইডাল ফেয়ার।  

মেলায় ক্রেতাদের জন্য সোনার গহনায় রাখা হয়নি কোনো মেকিং চার্জ। আর ডায়মন্ডের গহনায় ৩০শতাংশ ছাড়।  

এছাড়াও কেনাকাটার পর দেয়া স্ক্র্যাচ কার্ডে সোনা ও ডায়মন্ডের গহনাসহ নানা উপহার  জেতার সুযোগ রাখা হয়েছে।  
বিয়ের কনের জন্য বেনারসি, কাতান শাড়ি, লেহাঙ্গা ও বরের জন্য পাঞ্জাবি শেরয়ানির বিশাল কালেকশন থেকে পছন্দেরটি বেছে নেয়ার সুযোগ রয়েছে ব্রাইডাল ফেয়ারে।  

২৬ তারিখে শুরু হওয়া ব্রাইডাল ফেয়ার চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা রয়েছে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।