ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

৭০শতাংশ ছাড়...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৭, মে ২২, ২০১৮
৭০শতাংশ ছাড়... দ্যা মল্ দিয়েছে ৭০শতাংশ পর্যন্ত ছাড়

বাংলাদেশের অন্যতম অনলাইন ব্যাবসায়িক প্রতিষ্ঠান দ্যা মল্ লিমিটেড। প্রতিষ্ঠানটি এবার দেশীয় বিউটি প্রডাক্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান কনা বাই ফারনাজ আলমের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

দ্যা মল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটার হিসেবে কনা বাই ফারনাজ আলম এর বিউটি প্রডাক্ট বাজারজাত করবে।  

এ উপলক্ষে রোববার রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রাপা প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউটিউবার সালমান মহাম্মদ মুকতাদির এবং ওমেন্স ওয়ারল্ডের সি ই ও ফারনাজ আলম ও দ্যা মল্ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সাইফুল সাকিব সরকার।  

এবারের ইভেন্টের বিশেষ আকর্ষণ ছিল দ্যা মল্ এর ১০ হাজার ভি আই পি কার্ড ডিট্রিবিউসনের সেলিব্রেসন এবং দ্যা মল্ লিমিটেড এর সাথে কনা বাই ফারনাজ আলমের এক্সক্লুসিভ ডিট্রিবিউসনের চুক্তিবদ্ধ হওয়া। এছাড়াও মেলাতে কাস্টমারদের জন্য দ্যা মল্ দিয়েছে ৭০শতাংশ পর্যন্ত ছাড়।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।