ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

দ্য কফি বিন অ্যান্ড টি লিফ এবার ধানমন্ডিতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জুলাই ৮, ২০১৯
দ্য কফি বিন অ্যান্ড টি লিফ এবার ধানমন্ডিতে দ্য কফি বিন অ্যান্ড টি লিফ’র দ্বিতীয় শাখা চালু

রাজধানীতে গুলশানের পর কফি প্রেমীদের জন্য বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড দ্য কফি বিন অ্যান্ড টি লিফ’র দ্বিতীয় শাখা চালু হলো ধানমন্ডিতে।  

শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় নতুন শাখার উদ্বোধন করেন  দ্য কফি বিন অ্যান্ড টি লিফ’র ব্যবস্থাপনা পরিচালক রোমান স্কট।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কফি ব্র্যান্ডটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফ্রাঞ্চাইজি অপারেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফিরোজ বিন আব্দুল করিম।

 

তিনি এসময় দ্য কফি বিন অ্যান্ড টি লিফ চেইন কফি শপের ইতিহাস ও কর্মকাণ্ড তুলে ধরেন। দ্য কফি বিন অ্যান্ড টি লিফ’র যাত্রা শুরু ১৯৬৩ সালে লস এঞ্জেলেসে।
বিশ্বজুড়ে তাদের  ১০০০ টির বেশি শাখা রয়েছে।

ঠিকানা: বাড়ি নম্বর ৫৫ (দ্বিতীয় তলা), রোড নং ৪/এ, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা 

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।