ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

কফি বাদামের কুকিজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, সেপ্টেম্বর ১৯, ২০১৯
কফি বাদামের কুকিজ কুকিজ

কফি দিয়ে তৈরি করুন দারুণ মজার কুকিজ, সন্ধ্যায় চায়ের সঙ্গে খুব জমবে। 

উপকরণ

মাখন আধা কাপ, চিনি আধা কাপ, ভ্যানিলা অ্যাসেন্স ১ টেবিল চামচ, দুধ আধা কাপ, 
কাজু বাদাম আধা কাপ, ময়দা আধা কাপ, কোকো পাউডার ১ টেবিল চামচ, কফি গুঁড়া ১ টেবিল চামচ, বেকিং সোডা ১ চা চামচ।  


প্রণালী
অর্ধেক বাদাম কুচি করে নিন।

বাকি অর্ধেক পেস্ট করুন। পাত্রে মাখন ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। এরসঙ্গে ভ্যানিলা অ্যাসেন্স, দুধ ও বাদামের পেস্ট মেশান।

ময়দা, কোকো, ব্রেকিং পাউডার ও কফি মিশ্রণ যোগ করুন। সবগুলো একসঙ্গে ভালোভাবে মেশান। একটু নরম হবে মিশ্রণ। এবার এটিকে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।

১৬০০ সেলসিয়াস তাপে ওভেন ১০ মিনিট ধরে গরম করে নিন। ১/২ ইঞ্চি পুরু রোল বানান। কুকি কাটার দিয়ে কুকিজগুলো কেটে নিন। টুকরো বাদাম বেকিং ট্রেতে সাজিয়ে দিন। ১৬০০ সেলসিয়াস তাপে ২০ মিনিট বেক করুন।  


তৈরি হয়ে গেল আপনার মজার কুকিজ। এয়ারটাইট জারে রেখে অনেকদিন খেতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।