ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

মালয়েশিয়া

জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান মালয়েশিয়া আ'লীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, এপ্রিল ২, ২০১৫
জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান মালয়েশিয়া আ'লীগের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: বাংলাদেশের ৪৪তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

এ উপলক্ষে ২৯ মার্চ সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সাইদুর রহমান সাইদের পবিত্র কোরআন তেলওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভা শুরু হয়।

মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক রাশেদ বাদলের পরিচালনায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন সিলেট মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সেলিম আহমদ, স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লোকমান আহমদ।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- মুক্তিযোদ্বা কমান্ডার দেলোওয়ার হোসেন মজনু, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক অহিদুর রহমান ওহিদ, মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, মোস্তাফা তালুকদার, হাফিজুর রহমান ডাবলু, মনিরুজ্জামান মনির, আবুল হোসেন আবুল,শফিকলি হক চৌধুরী, অ্যাডভোটে মিনহাজ উদ্দিন মীরান, মাহবুবুর রহমান মাহবুব, মালয়েশিয়া আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির, শাখাওয়াত হক জোসেফ, নুর মোহাম্মদ ভুইয়া, যুবলীগের আহ্বায়ক তাজকির আহমদ, মো. আবু হানিফ, মানসু আল বাশার সোহেল, বিজন মজুমদার, শ্রমিক লীগের আহ্বায়ক সোহেল বিন রানা, যুগ্ম-আহবায়ক নাজমুল হোসেন, মো. শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান, সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি রাসেল হাওলাদার, ছাত্রলীগ নেতা ওয়সিম ওয়াজেদ প্রমুখ।

আলোচকরা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তারা বলেন, দেশ জঙ্গিবাদের উত্থান রুখে দাঁড়াতে হবে এবং যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অতিথিদের মাতিয়ে তোলেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শিলা ও তার দল।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ