ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

মালয়েশিয়া

মালয়েশিয়ায় গোপালগঞ্জ জেলা সমিতি আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, আগস্ট ১০, ২০১৫
মালয়েশিয়ায় গোপালগঞ্জ জেলা সমিতি আলোচনা সভা

মালয়েশিয়া: স্বাধীনতার পরে যুক্তরাষ্ট্রসহ বেশ ক’টি দেশ বলেছিল, বাংলাদেশ বাঁচলে পৃথিবীর সবদেশ বাঁচবে। আজ বাংলাদেশ শুধু বেঁচেই নেই, রীতিমতো দৌড়াতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল মান্নান।



মঙ্গলবার (১০ আগস্ট) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল পপেলিতার বলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জ জেলা সমিতি, মালয়েশিয়া “৭৫ এর ১৫ই আগস্ট একটি নারকীয় ঘটনা” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি-রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে দ্রুত এগিয়ে চলেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা এখন পড়া-লেখার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুল মান্নান বলেন, আপনারা যারা বিদেশে পড়া-লেখা করছেন, তারা শিক্ষা জীবন শেষে দেশে ফিরে আসুন। দেশের সেবায় নিজেদের নিয়োজিত করুন। তবেই আমাদের দেশ আরও এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে।

আয়োজক সংগঠনের সভাপতি শওকত আলী তিনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এম আজিজুর রহমান, উপ-উপাচার্য (প্রো-ভিসি) ড. ইয়াসমিন আরা লেখা, প্রবাসী শিক্ষক শফিকুর রহমান, আফজালুর রশিদ এবং সমিতির সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিজন মজুমদার। এছাড়াও রাশেদ বাদল, মাহতাব খন্দকার, সোহেল বিন রানা, হুমায়ন কবির, মিনহাজ উদ্দিন মিরান, জাকির হোসেন, স্বাধীন চৌধুরী, নজরুল খান রাসেল, এম ডি সামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ