ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে অটোচালকদের সর্তক করল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, ডিসেম্বর ৬, ২০২২
ময়মনসিংহে অটোচালকদের সর্তক করল পুলিশ

ময়মনসিংহ: আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ময়মনসিংহে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ।  

এরই ধারাবাহিকতায় এবার অটোরিকশা চালকদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছেন কোতোয়ালী মডেল থানার পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা: শাহিনুল ইসলাম।

সভায় দীর্ঘ আলোচনায় অটোরিকশা চালকদের বেশ কিছু বিষয়ে সর্তক করা হয়। এ সময় চালকরাও প্রশাসনের সর্তকতামূলক নির্দেশনা মেনে চলার আশ্বাস দেন।  

সভায় অটোরিকশা চালকদের উদ্দেশ্যে পুলিশ কর্মকর্তারা বলেন, যত্রতত্র রাস্তাঘাটে অটো থামিয়ে যানজট তৈরি করা যাবে না। সেই সঙ্গে চলাপথে অজ্ঞাত স্থান বা এলাকায় যাত্রী বহনে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ, ২নং নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান, সিটি করপোরেশনের কর্মকর্তা ও অটো চালক সমিতির নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ