ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে মিলল শিশুর মস্তকবিহীন মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, ডিসেম্বর ৮, ২০২২
মোহাম্মদপুরে মিলল শিশুর মস্তকবিহীন মরদেহ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বধ্যভূমির পাশ থেকে ছয় মাস বয়সী এক শিশুর মাথা ও অঙ্গ-প্রত্যঙ্গ বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলের দিকে এই তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

পুলিশ জানায়, মোহাম্মদপুর বধ্যভূমির বাউন্ডারির বাইরে কবরস্থানের ঝোপঝাড়ে আনুমানিক ছয় মাস বয়সের এক ছেলে শিশুর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির দুই হাতের কিছু অংশ এবং দুই পায়ের অংশ পাওয়া যায়নি। মরদেহের অংশবিশেষও পচনশীল ছিল।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ