ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

লোহাগড়ায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, ডিসেম্বর ২০, ২০২২
লোহাগড়ায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় মালতি বালা ঘোষ (৭৫) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিজ শোবার ঘরের বিছানায় পড়েছিল তার মরদেহ।

তার গলায় দাগ রয়েছে। তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে লোহাগড়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত বৃদ্ধা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামের মৃত গুরুচরণ ঘোষের স্ত্রী।  

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মালতি বালার এক ছেলে ও চার মেয়ে। ছেলে কুমিল্লায় পল্লি চিকিৎসক হিসেবে কাজ করেন। মেয়েদের বিয়ে হয়ে গেছে। স্বামী মারা যাওয়ার পর বাড়িতে তিনি একাই বসবাস করেন।  

সকাল আটটার দিকে মালতি বালার বৌদি গায়ত্রি রানি ঘোষ পাশের বাড়ি থেকে তাকে নাস্তা করার জন্য ডাকতে যান। গিয়ে দেখেন ঘরে ঢোকার লোহার গ্রিলের তালা ও দরজা খোলা। বিছানায় তার মরদেহ পড়ে আছে। এ সময় তিনি চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে ডাকেন। প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বাংলানিউজকে বলেন, তার গলায় দাগ আছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ