ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে পুলিশ প্লাজার পেছনের লেকে মিলল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, এপ্রিল ২০, ২০২৪
রাজধানীতে পুলিশ প্লাজার পেছনের লেকে মিলল যুবকের মরদেহ মরদেহ উদ্ধার: প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার পেছনের লেক থেকে রবিন (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আঙ্গুলের ছাপের মাধ্যমে থেকে জানা যায় তার নাম রবিন।

দেশের বাড়ি চট্টগ্রাম।

শনিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে বাড্ডা থানাধীন ওই পুলিশ প্লাজার পেছনের লেক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙ্গুলের ছাপের মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম রবিন। দেশের বাড়ি চট্টগ্রামে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লেকের পানি থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙ্গুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম রবিন ও দেশের বাড়ি চট্টগ্রাম।  

বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ