ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ’র ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, মে ৩১, ২০২৪
সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ’র ইন্তেকাল

চাঁদপুর: জেলার সদর উপজেলার রামপুর ইউনিয়নের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শফিউল্লাহ মিয়া মারা গেছেন।  

শুক্রবার (৩১ মে) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

 

তিনি ছিলেন ১৯৭২ সালে বিসিএস ব্যাচের মেধাবি অফিসার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে,  ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শফিউল্লাহ মিয়া তার চাকুরী জীবনে প্রথমে ম্যাজিষ্ট্রেট, এরপর পর্যায়ক্রমে এডিসি, ডিসি, উপ সচিব ও সচিব ছিলেন। ২০০৫ সালে তিনি চাকরী থেকে অবসরে যান।

আজ রাতে রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের বরকন্দাজ বাড়িতে বীর সন্তানের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ