ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

দাবি আদায়ে সোমবার ‘মহাসমাবেশ’ ডাকলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, জুন ১, ২০২৫
দাবি আদায়ে সোমবার ‘মহাসমাবেশ’ ডাকলেন পল্লী বিদ্যুতের কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কর্মসূচি। ছবি: বাংলানিউজ

ঢাকা: টানা ১২ দিন অবস্থান কর্মসূচি পালন করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। দাবি আদায়ে আগামীকাল সোমবার (২ জুন) তারা রাজধানীর শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন।

৭ দফা দাবিতে গত ২১ মে থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।  

রোববার (১ জুন) তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও  যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন।  

শহীদ মিনারে অবস্থানকারীরা বলছেন, কয়েকদিন আগে গঠিত কমিশনে তারা আস্থা রাখতে পারছেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে সক্রিয় থাকবেন।  

তারা বলেন, পল্লী বিদ্যুতের সংস্কার শুধু পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নয়; দেশের গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।

আন্দোলনকারীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোনো ধরনের রাস্তা ব্লকেড না করে, জনদুর্ভোগ না করে, বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে আন্দোলন করছি; আমাদের বিষয়টি আমলে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীনতার মাধ্যমে সংকটকে ক্রমাগত জটিল করে তুলেছে। নিরুপায় হয়ে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণার জন্য সেবা বিঘ্নিতসহ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে তার দায় দায়িত্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ বিভাগসহ সরকারের সংশ্লিষ্টদের বহন করতে হবে।

সারা দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে সরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।

পল্লী বিদ্যুৎ সমিতির ৭ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, ১. পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী, অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অপসারণ;

২. এক ও অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ অথবা দেশের অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন; 

৩. মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ;

৪. মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল; 

৫. গ্রাহকসেবার স্বার্থে লাইন-ক্রুসহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন।

৬. জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা/শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতিদ্রুত জনবলের ঘাটতি পূরণ; 

৭. এবং পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালনা করতে হবে।

এফএইচ/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ