ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

যাত্রী হয়রানির চিত্র তুলে ধরতে গিয়ে হামলার শিকার কালের কণ্ঠের সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, জুন ৫, ২০২৫
যাত্রী হয়রানির চিত্র তুলে ধরতে গিয়ে হামলার শিকার কালের কণ্ঠের সাংবাদিক রাইয়ান হোসাইন

ঢাকা: ঈদযাত্রায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রী হয়রানির ভিডিও করতে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাইয়ান হোসাইন।  

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে মহাখালী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, মহাখালী টার্মিনালে হামলা করে বুম ছিনিয়ে নেয় হামলাকারীরা। তার হাতে থাকা মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

পরিবহন সংশ্লিষ্ট দুর্বৃত্তদের মারধরে তার শরীরে পোশাক ছিড়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়।

ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় পাশেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে তারা এগিয়ে আসেননি।

পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে হামলার শিকার সাংবাদিক নিজেই আবার সেইসব চিত্র ফেসবুক লাইভে তুলে ধরেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ