ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ৭ আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, ডিসেম্বর ২১, ২০১৯
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ৭ আসামি গ্রেফতার

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক সাত আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বাড়ি বেনাপোলের বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা এলাকায় ফিরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, দুপুরে আসমিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ