ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

আশ্বাসে সরলো শ্রমিকরা, উত্তরায় যান চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, ডিসেম্বর ২১, ২০১৯
আশ্বাসে সরলো শ্রমিকরা, উত্তরায় যান চলাচল স্বাভাবিক যান চলাচল শুরু।

ঢাকা: বকেয়া বেতন পরিশোধ প্রসঙ্গে আলোচনার আশ্বাসে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। ফলে যান চলাচল শুরু হলে তীব্র জটলার কারণে সড়কে ধীরগতি রয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে টপ জিন্স নামে একটি গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। ফলে সড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, বেতন নিয়ে সৃষ্ট এ সমস্যা সামানে বিজিএমইএ’র প্রতিনিধি, মালিকপক্ষ, শ্রমিক ও পুলিশ মিলে আলেচনায় বসবো। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দিয়েছে।

মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলও। তারা যদি কারখানা বন্ধ করতে চায় তাহলে আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ