ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ইঁদুর মারার বিষ খেয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, ডিসেম্বর ১৯, ২০২০
গাজীপুরে ইঁদুর মারার বিষ খেয়ে শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ি এলাকায় ইঁদুর মারার বিষ খেয়ে সোনিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কথা মনি (৪) নামে আরেক শিশু হাসপাতলে চিকিৎসাধীন।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সোনিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার তারাবাড়িয়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে। সোনিয়ার মামাতো বোন কথা।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এমরান বাংলানিউজকে জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া করে থাকতো সোনিয়া ও কথা। সকালে তাদের বাবা-মা কর্মস্থলে চলে যায়। এক পর্যায়ে দুপুরে তারা বাড়িতে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোনিয়াকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। কথা ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ