ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

অফবিট

ভোটারের বয়স ১১২ বছর!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, নভেম্বর ২৬, ২০১৭
ভোটারের বয়স ১১২ বছর! পাহাড়ের ওপর খোলা আকাশের নিচে ভোট কেন্দ্র।

ঢাকা: নেপালের নির্বাচনে ভোট দিয়েছেন ১১২ বছর বয়সী এক বৃদ্ধ। রোববার (২৬ নভেম্বর) দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রথম দফায় মাগধি জেলার রঘুগঙ্গা রুরাল মিউনিসিপ্যালিটি-৩ কেন্দ্রে ওই বৃদ্ধ ভোট দেন।

খাকা বাহাদুর ভান্ডারি নামে ওই ভোটার ভোট দেওয়ার পর বলেন, নিজের পছন্দের প্রার্থীকে নিজেই ভোট দিতে পেরে আমি খুশি।

রোববারের নির্বাচনে মাগধি জেলার ১০৬টি কেন্দ্রে প্রায় ৬৫ হাজার ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

এদিন দেশটির ৩২টি পাহাড়ি ও পার্বত্য জেলায় ফেডারেল ও প্রাদেশিক পরিষদের এই ভোট হয়। আগামী ৭ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার সকাল সাতটায় শুরু হয় ভোটগ্রহণ। তার আগে ভোর থেকে ভোটাররা জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট কেন্দ্রে হাজির হতে শুরু করেন। অধিকাংশ ভোট কেন্দ্রে বেলা সাড়ে ১২টার মধ্যেই ৪০ শতাংশ ভোট দেওয়া হয়ে যায়। তবে অতিরিক্ত শীতের কারণে অনেক কেন্দ্রেই ভোট শুরু হয় দেরিতে। বিকেল ৫টা পর্যন্ত ভোট চলে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।