ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

অফবিট

আমাজনের গহীন জঙ্গলে ৩৬ ফুট লম্বা মরা তিমি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
 আমাজনের গহীন জঙ্গলে ৩৬ ফুট লম্বা মরা তিমি! আমাজনের গহীন জঙ্গলে ৩৬ ফুট লম্বা মরা তিমি!

ঢাকা: আমাজনের গহীন জঙ্গলে ৩৬ ফুট লম্বা একটি মরা হ্যাম্পব্যাক তিমির সন্ধান মিলেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ব্রাজিলের মাজোজের ব্রাজিলীয় দ্বীপের কাছে আমাজন নদীর প্রায় ১৫ মিটার দূরে এই মরা জলজ প্রাণীটির সন্ধান পাওয়া যায়।

মাজোজ আইল্যান্ডে প্রাণীটি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী একটি সংগঠন জানায়, আমাজনের গহীন জঙ্গলের মাঝখানে জলজ প্রাণীটির দেখা যায়।  আমাজনের গহীন জঙ্গলে ৩৬ ফুট লম্বা মরা তিমি!তাদের ধারণা, আগেই হয়তো তিমিটি মারা যায়।

পরে নদীর বিশাল ঢেউয়ে সেটি গহীন জঙ্গলে চলে আসে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মরা জলজপ্রাণীটির ছবি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।