ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

অফবিট

৫০ লাখ টাকা দামের পানি খান নীতা আম্বানী!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, অক্টোবর ৬, ২০২১
৫০ লাখ টাকা দামের পানি খান নীতা আম্বানী!

নীতা আম্বানী ভারতের এক নম্বর ধনকুবেরের ঘরণী। শুধু তাই নয়, মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেট টিমের মালকিন তিনি।

আর তাই বিলাসিতার দিক দিয়ে তিনি অনেকের চেয়ে ব্যতিক্রম হবেন, এটাই স্বাভাবিক।  

জানা গেছে, তিনি নাকি বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নীতা আম্বানী যে পানি পান করেন, তার পৌনে এক লিটার বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার বা ৫০ লাখ টাকার বেশি।

এবার হিসাব করে নিন, নীতার এক ঢোক পানির দাম কত পড়ে! কিন্তু এই পানি কি তিনি নিয়মিত খান নাকি মাঝে-মধ্যে দাওয়াই হিসেবে খান, তা জানা যায়নি।

কিন্তু পানির কেন এত দাম? তরতাজা স্বাস্থ্যের জন্য নীতা যে পানি পান করেন তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আমডিগলিয়ানি’। বিশ্বের সবচেয়ে দামি ৫টি বোতলজাত পানির মধ্যে এটি অন্যতম।  

বোতলবন্দি ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে।

দাবি করা হয়, এই পানিতে নাকি ৫ গ্রাম সোনাচূর্ণ মেশানো থাকে, যা মানবদেহের জন্য খুবই স্বাস্থ্যকর। সেজন্যই এই পানির দাম লাখ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।