ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

রাজনীতি

আক্ষরিকভাবে নয়, আন্তরিকভাবে ‘কালো মানিক’ গ্রহণ করেছেন খালেদা জিয়া, চেয়েছেন দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, জুন ৬, ২০২৫
আক্ষরিকভাবে নয়, আন্তরিকভাবে ‘কালো মানিক’ গ্রহণ করেছেন খালেদা জিয়া, চেয়েছেন দোয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য উপহারের ষাড় ‘‘কালোমানিককে’’ নিয়ে ঢাকায় এসেছিলেন পটুয়াখালীর মির্জাগঞ্জের কৃষক সোহাগ মৃধা। বৃহস্পতিবার (০৫ জুন) সকাল ১০টায় ৩টি ট্রাকে করে ঢাকায় আসেন তিনি।

তবে এ উপহার খালেদা জিয়া গ্রহণ করেননি।  গরুটিকে মালিক সোহাগ মৃধার কাছে হস্তান্তর করা হয়েছে আবার।  

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খালেদা জিয়া গরুটিকে আক্ষরিকভাবে গ্রহণ না করলেও, মন থেকে গ্রহণ করেছেন। খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন, এলাকায় ফিরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোরবানির ঈদ করতে। গরুর মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য ঈদ উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ষাঁড়টি নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে রওয়ানা দেন সোহাগ মৃধা। ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ। বাজারে যার দাম উঠেছিল প্রায় ১০ লাখ টাকা।

শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে (খালেদা জিয়া) বিষয়টি জানানো হয়েছে। তিনি উপহারটি ফেরত নিতে বলেছেন। এটি তার (সোহাগ) কাজে লাগাতে বলেছেন। পাশাপাশি ম্যাডাম তার কাছে দোয়া চেয়েছেন। দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন। ’

কৃষক সোহাগ মৃধা বিএনপির কর্মী। ছয় বছর ধরে লালন-পালন করেছেন ষাঁড়টি। কুচকুচে কালো রঙের ষাঁড়টিকে তার পরিবারের সদস্যরা ‘কালো মানিক’ বলে ডাকেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।