ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

পটুয়াখালীতে যুবদল নেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, আগস্ট ১৭, ২০১৭
পটুয়াখালীতে যুবদল নেতা গ্রেফতার

পটুয়াখালী: পল্টন থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) পটুয়াখালী পৌরশহরের সদররোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খলিলুরের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

জেলা ডিবির পরিদর্শক খন্দকার জাকির হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত খলিলুরের বিরুদ্ধে পল্টন থানায় বিস্ফোরক, সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনের তিনটি মামলা রয়েছে। মামলাগুলোর এজাহারভুক্ত আসামি তিনি।

বিষয়টি পল্টন থানা পুলিশকে জানানো হয়েছে। খলিলকে তাদের হাতে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।