ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খালেদার মুখে রোহিঙ্গাদের প্রতি মানবতার কথা মানায় না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, সেপ্টেম্বর ১৬, ২০১৭
খালেদার মুখে রোহিঙ্গাদের প্রতি মানবতার কথা মানায় না

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, যার নিজের দেশের মানুষের প্রতি মানবতাবোধ নেই, সেই খালেদা জিয়ার মুখে রোহিঙ্গাদের প্রতি মানবতার কথা মানায় না।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়া লন্ডনে পরিবারের সঙ্গে বসে আরাম-আয়েশে বিবৃতি দিচ্ছে।

তিনি কি লিখলেন না লিখলেন এটা নিয়ে জাতীয় বা আন্তজার্তিক পর্যায়ে কিছুই যায় আসে না। এগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না, এটা নিয়ে আলোচনার কিছু আছে বলেও মনে করি না- যোগ করেন হানিফ।
 
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগসহ ছাত্রলীগ, যুবলীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।