ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

গাজীপুরে পেট্রোল বোমা-ককটেলসহ ৩ জামায়াত নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২২, অক্টোবর ১, ২০১৭
গাজীপুরে পেট্রোল বোমা-ককটেলসহ ৩ জামায়াত নেতা আটক আটক তিন জামায়াত নেতা/ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে ১১টি পেট্রোল বোমা, ৫টি ককটেল ও জিহাদি বইসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকে আটক করেছে।

রোববার (১ অক্টোবর) দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. হারুন অর রশিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  

আটকরা হলেন- গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী (৪০), ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বদরুদ্দীন (৫০) ও ফরিদপুর সিটি কলেজ শাখা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহাব আলী (৪২)।

পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠ সংলগ্ন টেম্পুস্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই তিন নেতাকে আটক করা হয়।  

আটকরা নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার লক্ষ্যে একত্রিত হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭     
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।