ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ভুয়া বুদ্ধিজীবীর দল বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৮, অক্টোবর ২৫, ২০১৭
ভুয়া বুদ্ধিজীবীর দল বিএনপি

ঢাকা: বিএনপিকে ভুয়া বুদ্ধিজীবীর দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ।

বুধবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, সম্প্রতি বিএনপির এক ভুয়া ব্যারিস্টার ধরা পড়েছে।

তিনি জালিয়াতির মাধ্যমে বিভিন্ন টকশোতে গিয়ে মিথ্যাচার করতেন। তাই এখন বলা চলে বিএনপি একটি ভুয়া বুদ্ধিজীবীর দল।

তিনি বলেন, রাজপথে আন্দোলনের নামে পুনরায় আগুন সন্ত্রাস করা হলে তা প্রতিহত করা হবে। আন্দোলনের নামে তারা জনগণকে অবরুদ্ধ করতে চায়। পুড়িয়ে মারতে চায়। ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পেট্রোল বোমা বাহিনীকে রুখে দেয়া হবে।

বিএনপির রাজনীতিতে পচন ধরেছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি যদি অংশ গ্রহণ না করে তাহলে বিএনপি সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে।

বিএনপির বিক্ষোভ কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, এ বিক্ষোভ সরকারের বিরুদ্ধে নয়, আদালতের বিরুদ্ধে। আদালতের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে।

আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন ও জয়বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।