ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

নড়াইলে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, সেপ্টেম্বর ১৮, ২০১৮
নড়াইলে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী আটক

নড়াইল: নড়াইলে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে নড়াইল গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল শহরের মহিষখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- নড়াইল সদরের কালডাঙ্গা গ্রামের শিমুল শেখ (২২), রঘুনাথপুর গ্রামের বায়েজিত হোসেন (৫৫), আলকদিয়া গ্রামের ইউসুফ মোল্লা, নাকশি গ্রামের ফসিয়ার রহমান (৬৬), তাড়াশি গ্রামের আকরাম হোসেন (৫২), চরবিলা গ্রামের বাহারুল ইসলাম (২২), নাকশিগ্রামের মশিয়ার রহমান সিকদার (৪৩), বিলপুমুরতলা গ্রামের জাফর মিনা (৫০), রঘুনাথপুর গ্রামের কায়েজ উদ্দিন (৫০), মূলদাইড় গ্রামের আল আমিন (২২), লোহাগড়া উপজেলার দিঘোলিয়া গ্রামের নজরুল ইসলাম (৪৩) ও দেবী গ্রামের মফিজুর রহমান (৪৮)।

সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।