ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

ঝিনাইদহে ১৩ বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ৭৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, সেপ্টেম্বর ২২, ২০১৮
ঝিনাইদহে ১৩ বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ৭৪

ঝিনাইদহ: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১৩ বিএনপি-জামায়াত কর্মীসহ মোট ৭৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বাংলানিউজকে জানান, জেলাব্যাপী মাদক ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এরই অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সদর থেকে চার জামায়াত কর্মী ও তিন বিএনপি কর্মীসহ মোট ৩০ জন, শৈলকূপা থেকে নয়জন, হরিণাকুন্ডু থেকে পাঁচজন, কালীগঞ্জ থেকে চারজন, কোটচাঁদপুরে চার জামায়াত কর্মীসহ ১০ জন ও মহেশপুরে দুই জামায়াত কর্মীসহ নয়জনকে আটক করা হয়েছে।

এছাড়াও ডিবি পুলিশের অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।