ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

স্বেচ্ছাচারীর বদলে স্বেচ্ছাচারী চাই না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, সেপ্টেম্বর ২৮, ২০১৮
স্বেচ্ছাচারীর বদলে স্বেচ্ছাচারী চাই না বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের (বিএনএসএসপি) কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান

ঢাকা: স্বেচ্ছাচারী সরকারের অবসান ঘটাতে হবে। কিন্তু এক স্বেচ্ছাচারীর বদলে অন্য একজন স্বেচ্ছাচার চাই না। সেজন্য সব স্বেচ্ছাচারীর মুখে লাগাম লাগাতে হবে। প্রতিশ্রুতি আদায় করেন। বাংলাদেশ থেকে স্বেচ্ছাচারী শাসন চিরকালের জন্য অবলুপ্ত হয়ে যাবে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের (বিএনএসএসপি) কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী একথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমাদের ভাবতে হবে।

আমাদের ইতিহাস গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস। যারা আমাদের মানচিত্র অস্বীকার করে তাদের সঙ্গে কি ঐক্য করা যায়।  

‘আমাদের শাসনের ইতিহাস কলঙ্কময়। শাসনের ইতিহাস ব্যর্থতার ইতিহাস। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ২০১৪ সালের নির্বাচনে ভোটেই গেলেন না। অর্ধেকের বেশি নির্বাচিত হয়ে গেলো। এই অনির্বাচিত সরকার, সংবিধান সংশোধন করে, ইচ্ছামতো দেশ শাসন করে। নির্বাচন দিতে তারা ভয় পায়।
 
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, খুলনা-বরিশাল-গাজীপুর-রাজশাহীতে ভোটের এক সপ্তাহ আগে বিরোধীদলের সব এজেন্টদের গ্রেফতার করা হয়েছে। ভোট হবে কেমন করে। জাতীয় সংসদে যদি এ রকমের প্ররোচণা করা হয়, আমি আমার পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে বলবো, জনগণ তা রুখে দেবে। জনগণ তাদের ভোটের অধিকার কাউকে কেড়ে নিতে দেবে না।

তিনি বলেন, চাল-ডাল-তেল-নুনের দাম বেশি, বাস ভাড়া বেশি, বিদ্যুতের দাম বেশি, গ্যাসের দাম বেশি। সরকারকে বলবো আপনারা সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রীর বাড়ানোর আগে শ্রমিকদের বেতন বাড়ানোর কথা বিবেচনা করা উচিত ছিল। এখনও সময় আছে, আপনাদের সেই বেতন বাড়াতে হবে।

‘আমরা যদি কখনও দেশের দায়িত্বপ্রাপ্ত হই, তাহলে অন্তত শ্রমিক-কৃষকসহ অন্য পেশাজীবীদের জন্য আমরা একটা নির্দিষ্ট সংসদের রিজার্ভ করে রাখবো। ’

বিএনএসএসপির সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের প্রমুখ। উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান নিজামী।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮    
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।