ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিনে গণভবনে দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, সেপ্টেম্বর ২৯, ২০১৮
প্রধানমন্ত্রীর জন্মদিনে গণভবনে দোয়া মাহফিল গণভবনে প্রধানমন্ত্রীর জন্য দোয়া

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে গণভবনে দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

 

মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার, উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, প্রটোকল অফিসার খুরশিদ আলম ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েসসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।