ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, অক্টোবর ৯, ২০১৮
লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ২৭ লালমনিরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর ইসলাম

লালমনিরহাট: লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর ইসলামসহ (৪২) বিএনপি-জামায়াতের চার নেতাকর্মী রয়েছেন। 

মঙ্গলবার (৮ অক্টোবর) দিনগত রাতে এ অভিযান চালানো হয়।  গ্রেফতারকৃত নুর ইসলামের বাড়ি লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকায়।



লালমনিরহাট জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নাশকতার মামলায় জামায়াত-শিবিরের দুইজনকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। এছাড়া জেলার বাকি তিন উপজেলায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।