ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রামুতে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪১, অক্টোবর ১৩, ২০১৮
রামুতে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলা থেকে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ছাদেক রেজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ছাদেক কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খাঁন ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় রামু উপজেলা পরিষদ সংলগ্ন খাদ্য গুদামের দেয়ালের পাশে ছাদেক রেজার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।  

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, স্বজনরা ছাদেকের পরিচয় শনাক্ত করেছে। মরদেহের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবদেন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মিজানুর।

এদিকে বৃহস্পতিবার (১১ অক্টোবর) থেকে ছাদেক রেজা নিখোঁজ ছিলেন বলে দাবি স্বজনদের।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।