ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

২০ দলীয় জোটের বৈঠক স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, অক্টোবর ১৩, ২০১৮
২০ দলীয় জোটের বৈঠক স্থগিত

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। 

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজকের ২০ দলীয় জোটের পূর্ব নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।

জোটের একটি সূত্র জানায়, বিএনপির বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার বৈঠকের কারণে ২০ দলীয় জোটের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮ 
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।