ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি অসুর দল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১১, অক্টোবর ১৮, ২০১৮
বিএনপি অসুর দল  বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিএনপি অসুর (অশুভ শক্তি) দল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্গা যেমন দুর্গতিনাশিনী বাণী নিয়ে এসেছেন, ঠিক একইভাবে বিএনপি নামে সাম্প্রদায়িক দলকে পরাজিত করতে হবে।

বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ।

বিএনপি এলেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়। সনাতন ধর্মালমম্বীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প নেই। ২০০১ সালের কথা দেশবাসী জানে। হিন্দু মেয়েরা তাদের ইজ্জত বাঁচাতে পারেনি। তাদের ঘর-বাড়ি জালিয়ে দেওয়া হয়েছিল।

‘আমাদেরও কিছু দোষ-ত্রুটি থাকতে পারে। কিছু ‘নব্য আওয়ামী লীগ’ এসে নাসিরনগর, রংপুরের গোবিন্দগঞ্জে হামলা করেছে। আমরা তাদের শাস্তি দিয়েছি। সনাতন ধর্মের মানুষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ একমাত্র আপনাদের আপনজন। ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিএনপি এটা সহ্য করতে পারে না। তারা দিল্লি-ঢাকা সম্পর্ক নষ্ট করতে চায়। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে এ অপশক্তিকে পরাজিত করতে হবে।  

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্রের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার মজুমদাসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ইএআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।